শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

 ‘শেখ হাসিনার অবদানের কথা সবাইকে বলতে হবে’

চাঁদপুর প্রতিনিধি

 ‘শেখ হাসিনার অবদানের কথা সবাইকে বলতে হবে’

বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সব উন্নয়ন ও অবদানের তথ্যগুলো দেশের প্রতিটি নির্বাচনী এলাকার মানুষকে জানাতে হবে। পাশাপাশি স্ব স্ব এলাকায় শেখ হাসিনা সরকারের কী কী উন্নয়ন হয়েছে, সেই তথ্যগুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের জানাতে হবে।

বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের ব্যাপক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার অসীম অবদানের ঋণ ভোটের মাধ্যমে তাকে পরিশোধ করবে দেশের মানুষ। আগামী নির্বাচনে এ দেশের মানুষ নিরঙ্কুশভাবে শেখ হাসিনাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। 

গত শনিবার চাঁদপুরের কচুয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আ.লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ও নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময়ের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, আ.লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। 

নির্বাচনের রাজনীতিতে বড় বড় জনসভা কিংবা মিছিলের চেয়ে ঘরে ঘরে ও জনে জনে প্রচার-প্রচারণা বেশি জরুরি। আ.লীগের নেতাকর্মীরা আন্তরিকভাবে প্রচার-প্রচারণা চালালে কোনো নির্বাচনেই আ.লীগকে কেউ হারাতে পারবে না।

টিএইচ